দুবাইয়ে বছর খানেক কাটিয়ে দেশে ফিরেই ইনবক্সে ইনবক্সে সন্ত্রাস ছড়ানো কুখ্যাত ‘ইনবক্স আতঙ্ক’ মাসুমকে আজ বিকেলে বিশেষ অভিযানে আটক করেছে র্যাবের দুই চৌকস সদস্য মনচুর ও রায়হান র্যাবের পক্ষ থেকে জানানো হয়, মাসুম একাধারে নিজের পরিচয় গোপনকারী, ইনবক্সে অশ্লীলতা ছড়ানো, আর কথায় কথায় গালি দিয়ে বন্ধুদেরকে নার্ভাস করে দেওয়া এক “স্মার্ট অপরাধী”।
তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। এদের মধ্যে উল্লেখযোগ্যঃ
১. জন্ম, বেড়ে ওঠা এবং ভোটার আইডি — সব কিছুতেই কেশারপাড়। কিন্তু পরিচয়ে নিজেকে চালায় উন্দানিয়ার এলিট বাসিন্দা হিসেবে। এলাকায় পরিচয় নিয়ে বিভ্রান্তি ছড়ানোই যেন তার অন্যতম নেশা।
২. দুবাই ফেরত হলেও কোনো কাজের বালাই নেই। বরং দেশে ফিরে আরও বেশি ইনবক্স-অ্যাক্টিভ। কথায় কথায় "আঁর বাড়ি উন্দানিয়া" বলে মানুষকে হুমকি দেয়।
৩. বন্ধুদের ইনবক্সে নিয়মিত বাজে, ব্রোকেন, বেহায়া ধরণের রিলস পাঠানো তার প্রিয় শখ। অনেকেই তার ইনবক্স খুলে মেন্টাল শক খায়। তাঁর পাঠানো রিলস ভিডিও বন্ধুরা সবার সামনে প্লে করতে পারে না।
৪. তার ডিকশনারিতে ভদ্র ভাষা বলতে কিছু নেই। তার ভাষার ৯০% গালি, ১০% হাস্যকর ভণিতা। বন্ধুরা বলে, “ওর মুখ থেকে ‘ভালো কথা’ শোনা মানে আকাশের চাঁদ হাতে পাওয়া।”
৫. তাঁকে সবাই রহমান হুজুরের ছেলে হিসেবে জানলেও সে এমন ভাষা ব্যবহার করে, শুনলে দেওয়ালও লজ্জায় ফাটতে চায়।
৬. সবসময় হাসিমুখে থাকে। কিন্তু এই হাসির আড়ালে লুকিয়ে আছে বাঁশি-বাজানো এক ‘মাস্টার প্ল্যান’। সে হাসে, আপনি খুশি হন — আর ঠিক তখনই আসে মোলায়েমভাবে মোড়ানো বাঁশ।
অভিযানে অংশ নেওয়া র্যাব সদস্য মনচুর বলেন,
“মাসুম ধরা পড়ার সময়ও হেসেই যাচ্ছিল। বলতেছিল, ‘স্যার, আমি বন্ধুদের সাথে শুধুমাত্র মজা করি, আমি নির্দোষ, আমার বিরুদ্ধে কঠিন ষড়যন্ত্র হচ্ছে ,”
আরেক র্যাব সদস্য রায়হান যোগ করেন,
“এই ধরনের মিষ্টি চেহারার ইনবক্স সন্ত্রাসীরা সমাজে নীরব বিষ। সে বন্ধুদের খারাপ রিলস পাঠানোর পাশাপাশি মেয়ে সংক্রান্ত কিছু অভিযোগ পাওয়া গিয়েছে, সে মেয়েদের হায়/হ্যালো মেসেজের পাশাপাশি "আপনার হাসিটা অনেক সুন্দর " লিখে মেয়েদের ইনবক্সে মেসেজ দেয় বলে জানা গিয়েছে।”
Post a Comment