Good start for New Zealand after losing to Windies(উইন্ডিজকে হারিয়ে নিউজিল্যান্ডের শুভ সূচনা)


 Hosts New Zealand has started a three-match T20 series against the West Indies with a win. In the first T20 match in Auckland today, the host New Zealand lost to the world champion Windies by 5 wickets. The Kiwis went on to win the series 1-0. The second match of the series will be held on November 29 at Mount Manganui.
New Zealand won the toss and elected to bat first. Andre Fletcher and Brandon King, the two openers of West Indies, started in a violent mood. They added 56 runs to the opening pair on the scoreboard with just 20 balls. Fast bowler Ferguson gave New Zealand their first victory by catching Fletcher in the second ball of the fourth over. Fletcher made 34 off 14 balls with 3 fours and 2 sixes.
The Windies are in big trouble after Fletcher's departure. There were 4 more wickets between 56 and 59 runs. In other words, the Caribbeans fell by 5 wickets in 1 run. Captain Kieron Pollard and Fabian Allen then cleared the team. Batting till 13.3 overs, the pair reached 143 runs. Earlier, after the 10th over, the game was stopped due to rain. That is why the length of the match was reduced to 16 overs.
Allen stopped with 30 off 26 balls but Pollard took the storm with the bat. He scored an unbeaten 75 off 36 balls with 4 fours and 6 sixes. Thanks to the captain's great innings, the Windies scored 160 runs for the loss of 6 wickets in 18 overs. Ferguson of New Zealand took 5 wickets for 21 runs in 4 overs. New Zealand did not have a good start with a target of 16 runs in 16 overs. They lost 2 wickets for 34 runs. After that New Zealand lost 2 more wickets in 63 runs and dropped out of the fight.
South African-born Devon Conway returns to fight the team. Conway made his debut for New Zealand with this match. His partner was James Neesham. Conway-Nisham added 6 runs off 36 balls for the fifth wicket. Conway made 29 off 29 balls with 5 fours and 1 six. However, Nisham confirmed the victory of the team with Mitchell Santner. Nisham led New Zealand to victory with an unbeaten 39 off 22 balls. He scored an unbeaten 48 off 24 balls with 5 fours and 3 sixes and Santner scored an unbeaten 31 off 18 balls with 3 sixes. Ferguson was the best in the match.




জয় দিয়ে উইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে স্বাগতিক নিউজিল্যান্ড। আজ অকল্যান্ডে প্রথম টি-টোয়েন্টিতে বৃষ্টি আইনে স্বাগতিক নিউজিল্যান্ড ৫ উইকেটে হারিয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন উইন্ডিজকে। এই জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল কিউইরা। ২৯ নভেম্বর মাউন্ট মঙ্গানুইয়ে সিরিজের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে।
টস ভাগ্যে জিতে উইন্ডিজকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় নিউজিল্যান্ড। মারমুখী মেজাজে শুরু করেছিলেন উইন্ডিজের দুই ওপেনার আন্দ্রে ফ্লেচার ও ব্রান্ডন কিং। মাত্র ২০ বলে স্কোরবোর্ডে উদ্বোধনী জুটিতে ৫৮ রান যোগ করেন তারা। চতুর্থ ওভারের দ্বিতীয় বলে ফ্লেচারকে শিকার করে নিউজিল্যান্ডকে প্রথম সাফল্য এনে দেন পেসারলোকি ফার্গুসন। ১৪ বলে ৩টি চার ও ২টি ছক্কায় ৩৪ রান করেন ফ্লেচার।
ফ্লেচারের বিদায়ের পর বড় ধরনের বিপদে পড়ে উইন্ডিজ। ৫৮ থেকে ৫৯ রানের মধ্যে নেই হয়ে যায় আরও ৪ উইকেট। অর্থাৎ ১ রানের ব্যবধানে ক্যারিবীয়দের ৫ উইকেটে পতন ঘটে। এরপর দলকে বিপদমুক্ত করেন অধিনায়ক কাইরন পোলার্ড ও ফাবিয়ান অ্যালেন। ১৩.৩ ওভার পর্যন্ত ব্যাট করে দলকে ১৪৩ রানে পৌঁছে দেন এই জুটি। তার আগে ১০ম ওভারের পর বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায়। যে কারণে ম্যাচের দৈর্ঘ্য ১৬ ওভারে নামিয়ে আনা হয়।
অ্যালেন ২৬ বলে ৩০ রান করে থামলেও ব্যাট হাতে ঝড় তুলেন পোলার্ড। ৩৭ বলে ৪টি চার ও ৮টি ছক্কায় অপরাজিত ৭৫ রান করেন তিনি। অধিনায়কের দুর্দান্ত ইনিংসের কল্যাণে ১৬ ওভারে ৭ উইকেটে ১৮০ রানের সংগ্রহ পায় উইন্ডিজ। নিউজিল্যান্ডের ফার্গুসন ৪ ওভারে ২১ রানে ৫ উইকেট নেন। ১৬ ওভারে ১৭৬ রানের টার্গেটে শুরুটা ভালো হয়নি নিউজিল্যান্ডের। ৩৪ রানে ২ উইকেট হারায় তারা। এরপর ৬৩ রানের মধ্যে আরও ২ উইকেট হারিয়ে লড়াই থেকে অনেকটাই ছিটকে পড়ে নিউজিল্যান্ড।
দলকে লড়াইয়ে ফেরান দক্ষিণ আফ্রিকায় জন্ম গ্রহণকারী ডেভন কনওয়ে। এ ম্যাচ দিয়েই নিউজিল্যান্ডের পক্ষে অভিষেক হয় কনওয়ের। তার সঙ্গী ছিলেন জেমস নিশাম। পঞ্চম উইকেটে ৩৭ বলে ৭৭ রান যোগ করেন কনওয়ে-নিশাম। কনওয়ে ৫টি চার ও ১টি ছক্কায় ২৯ বলে ২৯ রান করেন। তবে মিচেল স্যান্টনারকে নিয়ে দলের জয় নিশ্চিত করেন নিশাম। ২২ বলে অবিচ্ছিন্ন ৩৯ রান তুলে নিউজিল্যান্ডকে জয় এনে দেন নিশাম। তিনি ২৪ বলে ৫ চার ও ৩ ছক্কায় অপরাজিত ৪৮ রান করেন আর ১৮ বলে ৩ ছক্কায় অপরাজিত ৩১ রান করেন স্যান্টনার। ম্যাচ সেরা হয়েছেন ফার্গুসন।






from www.kalerkantho.com


Post a Comment

Previous Post Next Post