Bangladesh has improved in FIFA ranking. Three steps ahead, the current position of the red-green jersey holders is in the 184th position.
ফিফার র্যাংকিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশের। তিন ধাপ এগিয়ে লাল-সবুজের জার্সিধারীদের বর্তমান অবস্থান ১৮৪তম স্থানে।
Bangladesh was ranked 16th in the rankings before football went on a long hiatus due to the Corona epidemic. However, Jamie Day's team won when they returned to international football after the Corona break. Draw the next match. It was also reflected in the rankings.
According to the previous ranking, Bangladesh had 914 rating points. After winning the two-match series against Nepal, it has increased by 920 points.
Bangladesh has recently played two friendly matches against Nepal at home. After winning the first match 2-0, Jamal Bhuiyan drew goalless in the second match. And that led to three steps of progress in the rankings.
India has improved 4 steps in the new ranking. The Blue Tigers are currently ranked 104th. India is the most advanced country in South Asia. It is followed by Afghanistan (150), Maldives (155), Nepal (181), and Bangladesh. Jamie Day's team is backed by Bhutan (189), Pakistan (200), and Sri Lanka (207).
Meanwhile, there have been some changes in the top ten in the rankings. Argentina is one step ahead. One step down to eight Uruguay. Mexico (9) is two steps ahead in the top ten. Italy is two steps ahead in tenth place.
The top six, however, did not change. As before, Belgium is at the top. Then France, Brazil, England, Portugal and Spain respectively.
করোনা মহামারিতে ফুটবল লম্বা সময়ের জন্য বিরতিতে চলে যাওয়ার আগে র্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান ছিল ১৮৭তম স্থানে। তবে করোনা বিরতির পর আন্তর্জাতিক ফুটবল ফিরতেই জয়ের দেখা পায় জেমি ডে'র দল। পরের ম্যাচ করে ড্র। তারই প্রতিফলন ঘটল র্যাংকিংয়েও।
আগের র্যাংকিং অনুযায়ী, বাংলাদেশের রেটিং পয়েন্ট ছিল ৯১৪। নেপালের বিপক্ষে ২ ম্যাচের সিরিজ জেতার পর তা বেড়ে হয়েছে ৯২০ পয়েন্ট।
সম্প্রতি ঘরের মাঠে নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলেছে বাংলাদেশ দল। এর মধ্যে প্রথম ম্যাচে ২-০ গোলে জেতার পর দ্বিতীয় ম্যাচে গোলশূন্য ড্র করেছেন জামাল ভূঁইয়ারা। আর তাতেই র্যাংকিংয়ে তিন ধাপ অগ্রগতি হলো।
নতুন র্যাংকিংয়ে ৪ ধাপ উন্নতি হয়েছে ভারতের। ব্লু টাইগারদের বর্তমান অবস্থান ১০৪তম স্থানে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারতই সবচেয়ে এগিয়ে আছে। এরপরই আছে আফগানিস্তান (১৫০), মালদ্বীপ (১৫৫), নেপাল (১৭১) ও বাংলাদেশ। জেমি ডে’র দলের পেছনে আছে ভুটান (১৮৯), পাকিস্তান (২০০) ও শ্রীলঙ্কা (২০৬)।
এদিকে র্যাংকিংয়ে শীর্ষ দশেও কিছু পরিবর্তন এসেছে। এক ধাপ এগিয়ে সাতে উঠে এসেছে আর্জেন্টিনা। এক ধাপ নিচে নেমে আটে উরুগুয়ে। দুই ধাপ এগিয়ে শীর্ষ দশে ঢুকেছে মেক্সিকো (৯)। দুই ধাপ এগিয়ে দশম স্থানে জায়গা করে নিয়েছে ইতালি।
শীর্ষ ছয়ে অবশ্য কোনো পরিবর্তন আসেনি। আগের মতোই শীর্ষে আছে বেলজিয়াম। এরপর যথাক্রমে- ফ্রান্স, ব্রাজিল, ইংল্যান্ড, পর্তুগাল এবং স্পেন।
Post a Comment