বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেইট থেকে ভাস্কর্যবি’রো’ধী মিছিল বের করে হেফাজতে ইসলামের অনুসারীরা। এতে পু’লিশ বা’ধা দিলে সেখানে হা’তাহা’তির ঘ’টনা ঘটে। এক পর্যায়ে পু’লিশ লা’ঠিচা’র্জ করে তাদেরকে ছ’ত্রভ’ঙ্গ করে দেয়।
পরে মিছিল নিয়ে বের হলে কা’করাইলে এসে পু’লিশি বা’ধায় তা প’ণ্ড হয়ে যায়।হে’ফাজতে ইসলাম অনুসারীদের ভাস্ক’র্যবি’রো’ধী’ এই মিছিলে বিভিন্ন স্লো’গানের পাশাপাশি ছাত্রলীগ ও আওয়ামী লীগবি’রো’ধী স্লোগানও দেয়া হয়। তবে তারা কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি।
সেই স’ঙ্গে মিছিলে ছিল না কোনো ব্যানার কিংবা ফে’স্টুন। এ বি’ষয়ে জানতে চাইলে ডিএমপির মতিঝিল বিভাগের সহকারী পু’লিশ কমিশনার (এসি) মো. জাহিদুল ইসলাম বলেন, প্রতি শুক্রবার বিভিন্ন সংগঠন প্র’তিবাদ সমাবেশ বা মিছিল বের করতে আমাদের কাছে চিঠি দিয়ে অনুমতি চেয়ে থাকে।
কিন্তু আজকে যারা মিছিল বের করেছে তারা আগে থেকে কোনো অনুম’তি নেয়নি। অনুম’তি ছাড়াই তারা বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেইট থেকে মিছিল বের করে। এসময় দায়িত্বরত পু’লিশ সদস্যদেরকে উপে’ক্ষা করে তারা মিছিল এগিয়ে যেতে থাকে। এভাবে নাইটিঙ্গেল মো’ড় পর্যন্ত মিছিল আসতে থাকে।
তিনি আরো বলেন, এখন পর্যন্ত আমরা (পু’লিশ) তাদেরকে বারবার বো’ঝানোর চেষ্টা করেছি যে, অনুমতি ছাড়া তারা এটা করতে পারে না। কিন্তু তারা তখনও কোনো কথা না শুনে কাকরাইলের কর্ণফুলী মার্কে’টের সামনে পর্যন্ত চলে আসে। এতে যানবাহন চলাচল থেমে যায়।
পু’লিশ কর্মকর্তা বলেন, এমতাবস্থায় তাদের মিছিল থামাতে পু’লিশ বা’ধা দিলে হা’তাহা’তির ঘ’টনা ঘটে। এক পর্যায়ে মিছিল ছ;ত্রভ’ঙ্গ করা হয়েছে। মিছিলটির নেতৃত্বে ছিল না পরিচিত কোনো নেতা বা কোনো দলের পরিচয়। এমনকি পু’লিশের পক্ষ থেকে বারবার তাদের কাছে দাবি সম্প’র্কে জানতে চাইলেও তারা কোনো ধরনের সহ’যো’গিতা করেনি।
Post a Comment