A fire at a Covid hospital in India has killed five patients. Many more have been burnt.
The fire broke out at Shivananda Hospital in Rajkot, Gujarat, on Friday morning local time.
However, the cause of the fire is not yet known. News-Times of India. Shivananda General and Multi-Specialty Trust Hospital in Rajkot city were earmarked for the treatment of Kovid patients during the Corona epidemic, the report said. The fire started from the ICU of the hospital on Friday morning. The fire later spread to several nearby wards. According to hospital sources, 33 Kovid patients were undergoing treatment at the hospital. There were 11 patients in the ICU alone at the time of the fire. The rest of the patients are being shifted from Shivananda Hospital.
Although the fire started in the ICU, the cause of the fire has not been confirmed yet.
However, the fire service officials of Rajkot are initially thinking that the fire may have started from the short circuit.
They said the fire at Shivananda Hospital had been extinguished. There is no condition to keep patients there due to fire in ICU. A few other wards were also damaged. So the Kovid patients of Shivananda Hospital are being shifted elsewhere.
In addition, burn patients have been sent to other hospitals for treatment.
On August 8, six patients died in a devastating fire at a private Kovid hospital in the Navrangpur area of Ahmedabad, Gujarat.
ভারতে একটি কোভিড হাসপাতালে আগুন লেগে ৫ রোগীর মৃত্যু হয়েছে। দগ্ধ হয়েছেন আরও অনেকেই।স্থানীয় সময় শুক্রবার ভোরে গুজরাটের রাজকোটের শিবানন্দ হাসপাতালে এ আগুন লাগে।
তবে অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি। খবর টাইমস অব ইন্ডিয়া।
খবরে বলা হয়, করোনা মহামারীকালে রাজকোট শহরের শিবানন্দ জেনারেল অ্যান্ড মাল্টি-স্পেশ্যালিটি ট্রাস্ট হাসপাতালটি কোভিড রোগীদের চিকিৎসার জন্য নির্দিষ্ট করা হয়। শুক্রবার ভোরে হাসপাতালের আইসিইউ থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আশপাশের কয়েকটি ওয়ার্ডে আগুন ছড়িয়ে পড়ে।
হাসপাতাল সূত্র জানিয়েছে, হাসপাতালটিতে ৩৩ জন কোভিড রোগী চিকিৎসাধীন ছিলেন। অগ্নিকাণ্ডের সময় শুধু আইসিইউতে ১১ জন রোগী ছিলেন। বাকি রোগীদের শিবানন্দ হাসপাতাল থেকে অন্যত্র সরানো হচ্ছে।
আইসিইউ থেকেই আগুনের সূত্রপাত হলেও অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি।
তবে শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন রাজকোটের ফায়ার সার্ভিস কর্মকর্তারা।
তারা জানিয়েছেন, শিবানন্দ হাসপাতালের আগুন নেভানো হয়েছে। আইসিইউতে অগ্নিকাণ্ডের কারণে সেখানে রোগী রাখার অবস্থা নেই। অন্য কয়েকটি ওয়ার্ডও ক্ষতিগ্রস্ত। তাই শিবানন্দ হাসপাতালের কোভিড রোগীদের অন্যত্র সরানো হচ্ছে।
এছাড়া দগ্ধ রোগীদের অন্য হাসপাতালে পাঠিয়ে তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
গত ৬ আগস্ট গুজরাটের আহমাদাবাদের নবরঙপুর এলাকায় একটি বেসরকারি কোভিড হাসপাতালে ভয়াবহ আগুনে ৮ জন রোগী মারা যান।
Post a Comment