A bike rider was killed in a head-on collision with a truck at Begumganj in Noakhali. Another youth was seriously injured in the accident.
The accident took place when the motorcycle from Maizdi to Chaumuhani reached Setubhanga area on the Feni-Noakhali highway at around 8pm on Thursday and collided head-on with a sand truck coming from the opposite direction.
The deceased was identified as Mohammad Aslam Hussain, 28, of Kutubpur area in Begumganj. Son of Nurul Haque. Injured Md. Belal Hossain is a resident of Rajapur area of Begumganj. He has been sent to Dhaka from Noakhali General Hospital for advanced treatment.
Begumganj Police Station OC Muhammad Kamruzzaman Sikder confirmed the accident and said that the police had visited the spot after receiving the news. Legal action will be taken in this case.
নোয়াখালীর বেগমগঞ্জে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এক বাইক আরোহী নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরও এক যুবক গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার রাত ৮টার দিকে মাইজদী থেকে চৌমুহনীগামী মোটরসাইকেলটি ফেনী-নোয়াখালী মহাসড়কের সেতুভাঙা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি বালুর ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ আসলাম হুসেইন (২৬) বেগমগঞ্জের কুতুবপুর এলাকার মো. নুরুল হকের ছেলে। আহত মো. বেলাল হোসেন বেগমগঞ্জের রাজাপুর এলাকার বাসিন্দা। তাকে নোয়াখালী জেনারেল হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
বেগমগঞ্চ থানার ওসি মুহাম্মদ কামরুজ্জামান সিকদার দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হবে।
Post a Comment