কিশোর গ্যাংয়ের ভয়ংকর লিডার রায়হান অবশেষে পুলিশের জালে।

সেনবাগ থানার চৌকস পুলিশ সদস্যরা আজ ভোরে বিশেষ অভিযানে গ্রেফতার করেছেন এলাকার কুখ্যাত কিশোর গ্যাংয়ের লিডার রায়হানকে।


পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে এলাকায় অদ্ভুত কর্মকাণ্ডে লিপ্ত ছিল রায়হান ও তার দল। কখনও তারা রাত ১২টায় “রায়হান ভাইয়া, রায়হান ভাইয়া, আমি অর্পিতা” বলে ডাকত, আবার কখনও হেলমেট পরে হ্যান্ডশেক করত।



রায়হানের নেতৃত্বে গ্যাংয়ের মূল অপরাধগুলো ছিল:


  • সন্ধ্যা বেলা বাইকের সাইলেন্সার খুলে "ভ্রররর" শব্দে মানুষকে ভয় দেখানো
  • পাড়ার চায়ের দোকানে ৫ টাকা বাকি রেখে ২০ টাকা পাওনা দাবি করা
  • এবং হুজুগে টিকটক বানানো, যেখানে তারা নিজেদেরকে “লোকাল ডন” বলে দাবি করত।



গ্রেফতারের পর রায়হান বলেন, “আমি শুধু ভাইদের একত্রিত করছিলাম, যেন সন্ধ্যায় একসাথে চা খেতে পারি।”


থানা সূত্র জানায়, তদন্ত চলছে। তবে তার বিরুদ্ধে ‘অতিরিক্ত কুল হবার চেষ্টা’, ‘লোকাল স্টার সেজে হাঁটার চেষ্টা’ এবং ‘ছোট ভাইদের সিনিয়র ভাব দেখানোর’ অভিযোগ আনা হয়েছে।

Post a Comment

أحدث أقدم