চাঁদাবাজির অভিযোগে সেনবাগ-২ আসনের প্রার্থী প্রত্যাশী মেহেদী হাসানকে মনোনয়ন প্রত্যাহার ও সাময়িক বহিষ্কার।


দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও চাঁদাবাজির অভিযোগে সেনবাগ-২ আসনের সংসদ সদস্য প্রার্থী প্রত্যাশী মেহেদী হাসানকে সাময়িক বরখাস্ত করেছে তার রাজনৈতিক দল।


দলের সূত্রে জানা গেছে, প্রভাবশালী নেতা দেওয়ান ভাইয়ের নেতৃত্বাধীন এই রাজনৈতিক দল সম্প্রতি একটি অভ্যন্তরীণ তদন্ত শেষে এই সিদ্ধান্ত নেয়। মেহেদী হাসানের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর মধ্যে রয়েছে সাধারণ জনগণের কাছ থেকে জোরপূর্বক অর্থ আদায়, প্রার্থী হওয়ার দোহাই দিয়ে স্থানীয় ব্যবসায়ীদের ভয়ভীতি প্রদর্শন এবং বিভিন্ন এলাকায় তার অনুসারীদের দিয়ে অরাজকতা সৃষ্টি।



অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় আজ দুপুরে দলীয় এক ঘোষণায় জানানো হয়, মেহেদী হাসানের মনোনয়ন বাতিল করা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হলো।



প্রসঙ্গত, কিছুদিন আগেই দেওয়ান ভাই নিজের ফেসবুক প্রোফাইলে মেহেদী হাসানের মনোনয়ন গ্রহণের বিষয়টি নিশ্চিত করে একটি পোস্ট দেন। এতে দলের স্থানীয় কর্মীদের মাঝে একধরনের উদ্দীপনা তৈরি হলেও, আজকের ঘোষণায় সবাই হতবাক।



দলীয় প্রধান দেওয়ান ভাই বলেন,

"দল কখনোই অপরাধকে প্রশ্রয় দেয় না। ব্যক্তিগত স্বার্থে দলের ভাবমূর্তি নষ্ট করলে, যত বড় নেতাই হোক না কেন, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।"

এখন দলের পক্ষ থেকে নতুনভাবে সেনবাগ-২ আসনের জন্য সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করার প্রস্তুতি চলছে।

Post a Comment

أحدث أقدم