কিশোর গ্যাং লিডার রায়হানের জন্মদিনে আজব তোড়া উপহার দিলেন বহিষ্কৃত এমপি প্রার্থী মনছুর

 


নোয়াখালীর সেনবাগের আলোচিত কুখ্যাত কিশোর গ্যাং লিডার রায়হান, যিনি কিছুদিন আগেই জামিনে মুক্তি পেয়েছেন, আজ উদযাপন করলেন তার জন্মদিন।

এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে আলোচনায় আসেন বহিষ্কৃত এমপি প্রার্থী মনছুর।

ফুলের তোড়ার পরিবর্তে মনছুর উপহার দেন এক অদ্ভুত “বিশেষ তোড়া”। যেখানে ফুলের জায়গা দখল করেছে রায়হানের অসংখ্য মুখ।

মনছুর সাংবাদিকদের উদ্দেশে বলেন,

“রাজনীতি আমাকে বঞ্চিত করেছে, কিন্তু আমি চাই রায়হানের জন্মদিনে ইতিহাস তৈরি করতে। ফুল সবাই দেয়, আমি দিয়েছি তারই প্রতিচ্ছবি।”

অনুষ্ঠানের দেয়ালে ঝোলানো ছবিতে ছিলেন বিদেশফেরত মাছুম। যিনি সম্প্রতি ‘ইনবক্স আতঙ্ক’ হিসেবে পরিচিতি পেয়েছেন।

মাছুমের ছবির দিকে ইশারা করে নাম প্রকাশে অনিচ্ছুক এক অতিথি বলেন,

“ফুলের বদলে রায়হানের মুখ, আর দেয়ালে মাছুমের ছবি। এ যেন একদিকে লাইভ গ্যাংস্টার, অন্যদিকে ইনবক্স সন্ত্রাসী; পুরো প্যাকেজ শো।”

স্থানীয়দের প্রতিক্রিয়া:

“তোড়ায় এত রায়হান দেখে মনে হচ্ছিল, রায়হান নিজের জন্মদিনে নিজেই গেস্ট।”

“দেয়ালে মাছুমের ছবি টাঙানো দেখে বোঝা গেল, ইনবক্স থেকে সে এখন অনুষ্ঠানের ব্যাকড্রপে আপগ্রেড হয়েছে।”

“মনছুর যদি আবার এমপি হতে চান, তবে ফুলের ব্যবসা শুরু করতে পারেন। শর্ত হলো, প্রতিটি তোড়াতেই কারো না কারো মুখ থাকতে হবে।”

“রায়হানের জন্মদিনে ফুলের ঘ্রাণ পাইনি, কিন্তু সারাক্ষণ কানে বাজছিল ‘ভাইয়া, ভাইয়া, আমি অর্পিতা!’”

অনুষ্ঠান শেষে রায়হান সাংবাদিকদের বলেন,

“জামিন পাওয়ার পর আমার প্রথম জন্মদিন। মনছুর ভাই যে উপহার দিয়েছেন, সেটা আসলেই ইতিহাসে থাকবে। যদিও তোড়াটা ফুলের নয়, বরং আমিই ফুল হয়ে গেছি।”

Post a Comment

أحدث أقدم