Google Doodle Pictures(গুগলের ডুডলছবি)


 মুনীর চৌধুরীকে নিয়ে গুগলের ডুডল

Google Doodle Picture of Munir Chowdhury: Courtesy of Google
মুনীর চৌধুরীকে নিয়ে গুগলের ডুডল
ছবি : গুগলের সৌজন্যে



Search giant Google today is paying homage to the playwright, literary critic, and educationist Munir Chowdhury through doodles. A special doodle has been released today on the occasion of his birthday on November 26. If you go to the home page of Google, you will see this special doodle.
In the doodle, in the middle of the Google logo, Shaheed Munir Chowdhury is shown holding an open book. Shawl wrapped around his body. Thick black-framed glasses on the eyes. The Google logo has been specially created for this occasion. If you click on the picture, you can get detailed information about Munir Chowdhury along with his picture. 
Doodles are Google's design for a special day or for a special person, instead of having their own logo on the search box. Google's doodle can be seen only from Bangladesh.

Munir Chowdhury was born on 26 November 1925 in Manikganj of the then Dhaka district. His ancestral home is at Gopairbagh village in Chatkhil Upazila of Noakhali. He is the second of 14 children of Khan Bahadur Abdul Halim Chowdhury, a district magistrate of the British period. At first, he joined the English department of Dhaka University as a teacher but in 1955 he joined the Bangla department.

In 1982, Munir Chowdhury received the Bangla Academy Award. His notable books are 'Bloody Desert', 'Grave', 'Letter', 'No One Can Say Anything', 'Submissive Woman Subjugation' etc. On 14 December 1971, Munir Chowdhury was abducted from his father's house by Al-Badr forces, an ally of the Pakistani army, and was probably killed on the same day.



সার্চ জায়ান্ট গুগল আজ ডুডলের মাধ্যমে শ্রদ্ধাভরে স্মরণ করছে নাট্যকার, সাহিত্য সমালোচক ও শিক্ষাবিদ মুনীর চৌধুরীকে। আজ ২৭ নভেম্বর তাঁর জন্মদিন উপলক্ষে বিশেষ ডুডল প্রকাশ করা হয়েছে। গুগলের হোম পেজে গেলে বিশেষ এ ডুডল চোখে পড়বে।

ডুডলটিতে গুগলের লোগোর মাঝখানে শহীদ মুনীর চৌধুরীকে খোলা বই হাতে তুলে ধরা হয়েছে। তাঁর গায়ে শাল জড়ানো। চোখে মোটা কালো ফ্রেমের চশমা। এ উপলক্ষে গুগলের লোগোও বিশেষভাবে তৈরি করা হয়েছে। ছবির ওপরে ক্লিক করলে মুনীর চৌধুরীর ছবিসহ তাঁর বিস্তারিত তথ্য পাওয়া যাবে।


বিশেষ কোনো দিন বা বিশেষ কোনো ব্যক্তির জন্য সার্চ বক্সের ওপরে নিজেদের লোগো বদলে বিশেষ দিনটির সঙ্গে মানানসই নকশার যে লোগো তৈরি করে গুগল, তা-ই ডুডল। গুগলের ডুডলটি শুধু বাংলাদেশ থেকেই দেখা যাচ্ছে।

মুনীর চৌধুরী ১৯২৫ সালের ২৭ নভেম্বর তৎকালীন ঢাকা জেলার মানিকগঞ্জে জন্মগ্রহণ করেন। তাঁর পৈতৃক নিবাস নোয়াখালীর চাটখিল উপজেলার গোপাইরবাগ গ্রামে। ইংরেজ আমলের জেলা ম্যাজিস্ট্রেট খান বাহাদুর আবদুল হালিম চৌধুরীর ১৪ সন্তানের মধ্যে তিনি দ্বিতীয়।

প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে শিক্ষক হিসেবে যোগ দিলেও ১৯৫৫ সালে যোগ দেন বাংলা বিভাগে।

১৯৬২ সালে মুনীর চৌধুরী বাংলা একাডেমি পুরস্কার পান। তাঁর উল্লেখযোগ্য বইগুলো হলো ‘রক্তাক্ত প্রান্তর’, ‘কবর’, ‘চিঠি’, ‘কেউ কিছু বলতে পারে না’, ‘মুখরা রমণী বশীকরণ’ প্রভৃতি। ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর মুনীর চৌধুরীকে পাকিস্তানি সেনাবাহিনীদের সহযোগী আলবদর বাহিনী তাঁর বাবার বাড়ি থেকে ধরে নিয়ে যায় এবং সম্ভবত ওই দিনই তাঁকে হত্যা করা হয়।

Post a Comment

أحدث أقدم